JAR FOUNDATION is a National,Non-governmental, Non-political and Non-profitable but a Private Voluntary Development Organization. With that desire in my heart, I preside over Open Heart. We’re all looking to make a difference in our world and I believe that by focusing on communities, we’re going to make the most substantial impact.
চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত | “নিজের বাড়ির আঙিনা নিজে পরিস্কার রাখুন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন” এই স্লোগানে ৩৭নং মনির নগর ওর্য়াড়স্ত মুন্সিপাড়ায় ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০টায় জার ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জার ফাউন্ডেশনের কর্ণধার ও প্রতিষ্ঠিতা সভাপতি মানবিক মানুষ হাজ্বী মোঃ জিন্নাত আলী , সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলী মাইজভান্ডারী, প্রচার সম্পাদক মো: শামশুল আলম, কার্যকরী সদস্য মো: সেলিম, মোঃ এনাম উদ্দিন উক্ত সংগঠনের সাধারন সদস্য মো: মুক্তার ,মোঃ কামাল, মোঃ আকিল মাহমুদ, মো: রিয়াদ হোসেন, মোঃ সেলিম, মোঃ ওয়াসিম সহ এলাকার সাধারণ জনগণ।
কর্মসূচিতে এলাকাবাসীর উদ্দেশ্যে সংগঠনের সদস্যরা বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই আমরা পরিবেশ পরিচ্ছন্ন রাখবো। বৃষ্টির পানি জমতে পারে এমন কিছু বাইরে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা, ঘরের মধ্যে মশার বংশবিস্তার রোধ করা, মশারি বা মশা নিবারক উপাদান ব্যবহার করা। সরকারের পাশাপাশি আমাদের সামাজিক উদ্যোগ গড়ে তুলতে হবে। তাই আমরা জার ফাউন্ডেশন উদ্যোগে মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি।
পরে মশক নিধন কর্মসূচি উপলক্ষে সচেতনতামূলক র্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।